শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৩ নভেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন
শেয়ার

শাহজালাল বিমানবন্দরে কাস্টমস অফিসার সেজে প্রতারণা, আটক ১


airport-armed-police

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে প্রতারণার সময় প্রতারকচক্রের এক সদস্যকে আটক করেছে এপিবিএন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসার পরিচয় দিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণার সময় সংঘবদ্ধ প্রতারকচক্রের এক সদস্যকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রবিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেটের পূর্ব পাশে কাস্টমস হাউস সংলগ্ন এলাকা থেকে মো. সবুর খান (২৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি কাস্টমসের নকল জ্যাকেট পরে যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে এপিবিএন।

প্রতারণার শিকার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সুমন মিয়া (২৯) বাদী হয়ে সবুর খান ও তার সহযোগীদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেছেন।

এপিবিএনের তথ্য অনুযায়ী, রবিবার রাত ৯টা ২০ মিনিটে সবুর ও তার সহযোগী হারেস (৩২) কাস্টমস কর্মকর্তা সেজে সুমন মিয়ার কাছ থেকে প্রায় ৯৫ গ্রাম স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় এপিবিএন সদস্যরা সবুরকে ঘটনাস্থলেই আটক করতে সক্ষম হলেও হারেস স্বর্ণালংকারসহ পালিয়ে যায়।

সূত্র জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিমানবন্দরের ভেতরে যাত্রীদের লক্ষ্য করে স্বর্ণ, বিদেশি পণ্য ও ব্যক্তিগত সামগ্রী হাতিয়ে নিচ্ছে। সাম্প্রতিক সময়ে এমন ঘটনায় ভুক্তভোগীর সংখ্যাও বেড়েছে।

এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মাদ মোজাম্মেল হক বলেন, “বিমানবন্দরে প্রতারণা ও চোরাচালান রোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। এসব চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।”

এপিবিএন জানিয়েছে, পলাতক সহযোগী হারেসসহ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।