শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৩ নভেম্বর ২০২৫, ২:০৮ অপরাহ্ন
শেয়ার

রাজধানীতে ‎ককটেল নিক্ষেপের সময় ছাত্রলীগকর্মী আটক


রাজধানীতে ‎ককটেল নিক্ষেপের সময় ছাত্রলীগকর্মী আটক

রাজধানীতে অটোরিকশায় এসে ককটেল নিক্ষেপের সময় এক ছাত্রলীগকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

‎বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মিরপুরের কাফরুল থানার সামনে এ ঘটনা ঘটে।

‎আটক ব্যক্তির নাম মো. নাইম (২২)। তিনি কাফরুল এলাকায় বসবাস করেন।

স্থানীয়রা জানান, মিরপুর ১৪ নম্বরে কাফরুল থানার সামনে প্রধান সড়কে একটি অটোরিকশায় করে একজন এসে ককটেল নিক্ষেপ করে। এ সময় একটি ককটেল বিস্ফোরণ হয়। পরে অটোরিকশাসহ একজনকে আটক করে তার কাছ থেকে দুটি লাল কসটেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।‎

‎এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আজকে সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় কাফরুল থানা-পুলিশ ওই ব্যক্তি আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।