
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাকসু নির্বাচন আয়োজন ও তফসিল ঘোষণার দাবিতে বৃহস্পতিবার রাতে প্রশাসনিক ভবন–১ এ তালা ঝুলিয়ে বিক্ষোভে নেমেছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা–কর্মীরা। ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে তারা রাত ১০টার পর উপাচার্যের বাসভবনের সামনেও অবস্থান নেন।
ক্যাম্পাস সূত্র জানায়, সন্ধ্যার পর ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপ বাংলাদেশ ও ভয়েস ফর জাস্টিসের নেতারা শাকসুর দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা ‘শাকসু চাই, শাকসু দাও’ স্লোগানে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শেষে ভবনে তালা দেন।
ইসলামী ছাত্র আন্দোলনের শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক আজাদ শিকদার অভিযোগ করেন, ১০ তারিখ সংবাদ সম্মেলন ডেকে তফসিল ঘোষণার কথা থাকলেও ‘নির্দিষ্ট মহলের নির্দেশে’ তা স্থগিত করা হয়েছে, যা নির্বাচনী ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়।
অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগবিরোধী কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলও সন্ধ্যার পর গোলচত্বরে বিক্ষোভে অংশ নেয়। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম সরকার জানান, সারাদেশে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই তারা শাবিপ্রবি ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক পলাশ বখতিয়ার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুর পর শাকসু নির্বাচন আয়োজনের কথা বললেও তা বাস্তবায়ন না করে কালক্ষেপণ করছে। আজ তফসিল না দিলে অবস্থান কর্মসূচি চলবে।
শিবির–সমর্থিত প্যানেলের সম্ভাব্য ভিপি প্রার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচন চান তারা। আজকের মধ্যেই তারিখ ও তফসিল ঘোষণা করতে হবে।
শাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন; উপাচার্য তারিখ ঘোষণা করলেই তফসিল প্রকাশ করা হবে।



























