
ফাইল ছবি
রাজধানীর হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় মধুবাগ ব্রিজের কাছে দুর্বৃত্তরা হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের কারণে সেখানে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল দাউ দাউ করে জ্বলে ওঠে। তবে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন সত্ত্বেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন, “সন্ধ্যা ছয়টা দশ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ বলছে, কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে এবং তাদের উদ্দেশ্য কী—তা জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।


























