শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৬ নভেম্বর ২০২৫, ৯:০৩ অপরাহ্ন
শেয়ার

শাহজালালে পুশকার্টের ধাক্কায় ভেঙে গেল এয়ার ইন্ডিয়ার বিমানের চাকা


air-india

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার একটি এ-৩২০ উড়োজাহাজের সামনের চাকা (নোজ হুইল) ভেঙে গেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্র জানায়, উড়োজাহাজটি ঢাকা থেকে দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত ছিল। ১২৬ জন যাত্রী বোর্ডিং সম্পন্ন করে ভেতরে বসেছিলেন। দরজা লাগানোর পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জিএসই শাখার একজন গ্রাউন্ড হ্যান্ডলার পুশকার্ট দিয়ে উড়োজাহাজটিকে পিছন দিকে সরানোর সময় অসতর্ক আচরণে জোরে ধাক্কা লাগে। এতে সামনের চাকা ভেঙে যায় এবং উড়োজাহাজটি সঙ্গে সঙ্গেই গ্রাউন্ডেড ঘোষণা করা হয়।

ঘটনার পর যাত্রীদের নামিয়ে হোটেলে নেওয়া হয়। পরদিন রোববার (১৬ নভেম্বর) সকালে তাদের মুম্বাইগামী একটি ফ্লাইটে পাঠানো হয়। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি বর্তমানে বে-এরিয়ায় পার্কিং অবস্থায় রয়েছে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান জানান, পুশকার্ট চালকের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তাকে ইতোমধ্যে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আগামী সোমবার (১৭ নভেম্বর) ওই কর্মীকে চাকরিচ্যুত করা হবে।

এদিকে ক্ষতিপূরণ দাবি করে বিমানের এমডির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে এয়ার ইন্ডিয়া।