শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ১৯ নভেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
শেয়ার

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি


libya-bangladeshi

লিবিয়া থেকে ফেরা বাংলাদেশিরা। ছবি: সংগৃহীত

লিবিয়ায় আটক ও অনিয়মিত অবস্থায় থাকা আরও ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সমন্বিত উদ্যোগে তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রত্যাবাসিতদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্রলোভনে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন। অনেকে লিবিয়ায় অপহরণ, জিম্মি হয়ে থাকা ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও তথ্য পাওয়া গেছে।

ঢাকায় পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আইওএম কর্মকর্তারা তাদের স্বাগত জানান। একই সঙ্গে ভবিষ্যতে জনসচেতনতা তৈরিতে নিজের ভোগান্তির অভিজ্ঞতা অন্যদের জানাতে উৎসাহিত করা হয়। আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে পথ খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তাও প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে দীর্ঘদিন ধরে যৌথ উদ্যোগ চলছে। এবারকার প্রত্যাবর্তনও সেই চলমান প্রচেষ্টার অংশ।