শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ধর্ম ২০ নভেম্বর ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন
শেয়ার

‘মুসলিম কখনো গুজবের বাহক হতে পারে না’


মুসলিম কখনো গুজবের বাহক হতে পারে না—জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটোকার্ড শেয়ার করে তিনি এই সতর্কবার্তা দেন।

আজহারি লেখেন, “তথ্য শেয়ার করার আগে ভেরিফাই করুন। যাচাইহীন শেয়ার অপপ্রচার, গুজবের ইন্ধন ও গুনাহের পথ। মুসলিম কখনো গুজবের মাইক হয় না।”

পোস্টের কমেন্টবক্সেও তিনি গুরুত্ব দিয়ে উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু শেয়ার করার আগে ঘটনার সত্যতা যাচাই করা অপরিহার্য। কোনো মুসলিম শুধু শুনে ফেলা তথ্য যাচাই ছাড়া প্রচার করতে পারে না। তিনি বলেন, “ইসলামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কঠোরভাবে নিষিদ্ধ।”

আজহারির এই বার্তা অনলাইন প্ল্যাটফর্মে দায়িত্বহীন তথ্য ছড়ানো রোধে নতুন করে সচেতনতার আলোচনাও তৈরি করেছে।