
ছবি: সংগৃহীত
টঙ্গীতে পাঁচ দিনব্যাপী চলমান জোড় ইজতেমায় দুই দিনে তিন মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৯ নভেম্বর) ইজতেমার দ্বিতীয় দিনে মারা যান আশরাফ আলী (৬০)। তিনি জামালপুর সদর থানার কেন্দুয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে। ইজতেমা মাঠে অসুস্থ হয়ে পড়লে তাঁকে তাৎক্ষণিকভাবে শুরার প্রতিনিধির অধীনে থাকা মেডিক্যাল টিম প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তিনি মারা যান।
এর আগের দিন, শুক্রবার—জোড় ইজতেমার প্রথম দিনে মারা যান আরও দুই মুসল্লি। তাঁরা হলেন মো. চাঁন মিয়া (৬০), জামালপুর জেলার সরিষাবাড়ী থানার বগারপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে এবং মো. নুর আলম (৮০), নোয়াখালী সদর থানার আণ্ডারচর কাজীর তালুক গ্রামের সুলতান আহমদের ছেলে। উভয়েই বার্ধক্যজনিত ও শারীরিক জটিলতার কারণে মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।
ঘটনাগুলো নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, ইজতেমা মাঠে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা ও মেডিক্যাল সাপোর্টের ব্যবস্থা রয়েছে, তবে প্রবীণ ও অসুস্থ মুসল্লিদের ক্ষেত্রে শীত, ভিড় এবং ক্লান্তির কারণে এমন ঘটনা ঘটে থাকে।
জোড় ইজতেমায় সাধারণত মূল বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে তাবলিগের মুরব্বিরা পরামর্শ, দাওয়াতি কর্মসূচি এবং বিভিন্ন অঞ্চলের দায়িত্ব বণ্টন করেন।
দুই দিনে তিন মুসল্লির মৃত্যুতে মাঠজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ইজতেমার আয়োজক ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলেও জানা গেছে।




























