শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২০ নভেম্বর ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন
শেয়ার

যে তিন ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার


mobile

ফাইল ছবি

অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোন নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থান নিয়েছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে নিবন্ধনবিহীন সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। তবে আশ্বস্ত করা হয়েছে—বর্তমানে ব্যবহৃত বা ১৬ ডিসেম্বরের আগে কেনা অনিবন্ধিত ফোন বন্ধ করা হবে না।

মূলত ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত হ্যান্ডসেট শনাক্ত করে নিষ্ক্রিয় করার উদ্যোগ নিয়েছে সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোন বন্ধ করা হবে ইনশাআল্লাহ। এখানে কোনো ছাড় নেই।’

তিনি জানান, রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন এবং রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজ করার কাজ চলছে। নিজের নামে রেজিস্ট্রেশন করা সিম বৈধ ও ক্লোন নয় এমন ফোনে ব্যবহার করলে কোনো সমস্যায় পড়তে হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

প্রবাসীদের ক্ষেত্রেও নিয়ম একই—বিদেশ থেকে নিয়ম মেনে একটি বা দুটি ফোন আনলে শুধু রেজিস্ট্রেশন করলেই হবে। তবে দুইটির বেশি ফোন আনলে আগের নিয়ম অনুযায়ী এনবিআরের ফি দিতে হবে।

ফয়েজ তৈয়্যব আরও জানান, গ্রাহকদের কথা বিবেচনায় রেখে বৈধ মোবাইল ফোনের দাম কমাতে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে।