শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ৩০ অক্টোবর ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন
শেয়ার

বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন, আপনার ফোন বৈধ কি না জানবেন যেভাবে


mobile

বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন ।। (ফাইল ছবি)

দেশে অবৈধ ও ক্লোন মোবাইল ফোন বন্ধে আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা। এর মাধ্যমে কেবল বৈধ, অনুমোদিত ও মানসম্মত মোবাইল ফোনই দেশের নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে- জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির তথ্য অনুযায়ী, অবৈধ বা ক্লোন আইএমইআই (মোবাইল শনাক্তকরণ নম্বর) বিশিষ্ট ফোন ১৬ ডিসেম্বরের পর থেকে আর নেটওয়ার্কে কাজ করবে না। এতে অবৈধ ডিভাইস ও সিম ব্যবহারের মাধ্যমে সংঘটিত ডিজিটাল জালিয়াতি কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ। বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস ও সিম থেকে। এসব ফোনের কারণে প্রতিবছর সরকারের প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে।

বিটিআরসি জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে মোবাইল ফোন কেনার আগে অবশ্যই তার বৈধতা যাচাই করতে হবে এবং ক্রয় রশিদ সংরক্ষণ রাখতে হবে। বৈধ ফোন স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর ব্যবস্থায় নিবন্ধিত হয়ে যাবে।

কিভাবে জানবেন আপনার মুঠোফোনটি বৈধ কি না:
১ম ধাপ : মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখুন। উদাহরণস্বরূপ : KYD 123456789012345।
২য় ধাপ : আইএমইআই নম্বরটি লেখার পর ১৬০০২ নম্বরে পাঠিয়ে দিন।
৩য় ধাপ : ফিরতি বার্তার মাধ্যমে মোবাইল ফোনের বৈধতা সম্পর্কে জানতে পারবেন।

বিদেশ থেকে কেনা মোবাইল ফোনের নিবন্ধন:
বিদেশ থেকে ব্যক্তিপর্যায়ে বৈধভাবে কেনা বা উপহার পাওয়া মুঠোফোন প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল হবে। এসএমএসের মাধ্যমে পরবর্তী ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হবে। দাখিলের পর সেসব তথ্য যাচাই–বাছাইয়ের পর শুধু বৈধ মোবাইল ফোন নেটওয়ার্কে সচল হবে। বিদেশ থেকে কেনা মোবাইল ফোন নিবন্ধনের ধাপগুলো হলো-

১ম ধাপ : neir.btrc.gov.bd পোর্টাল ভিজিট করে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করুন।
২য় ধাপ : পোর্টালের ‘Special Registration’ সেকশনে গিয়ে মোবাইল ফোনের আইএমইআই নম্বর দিন।
৩য় ধাপ : প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি/স্ক্যান কপি (পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশন, ক্রয় রশিদ ইত্যাদি) আপলোড করুন। এরপর সাবমিট বাটনে চাপ দিন।
৪র্থ ধাপ : মোবাইল ফোনটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। বৈধ না হলে এসএমএসের মাধ্যমে গ্রাহককে জানিয়ে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

ব্যবহৃত হ্যান্ডসেটের বর্তমান অবস্থা যাচাইয়ের প্রক্রিয়া:
বর্তমানে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব হ্যান্ডসেট আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। ১৬ ডিসেম্বরের আগে ব্যবহৃত হ্যান্ডসেট আলাদাভাবে নিবন্ধনের প্রয়োজন নেই। ব্যবহৃত হ্যান্ডসেটের বর্তমান অবস্থা নিচের পদ্ধতি অনুসরণ করে জানা যাবে-

১ম ধাপ : হ্যান্ডসেট থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।
২য় ধাপ : অটোমেটিক বক্স এলে হ্যান্ডসেটের ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে পাঠিয়ে দিন।
৩য় ধাপ : ফিরতি এসএমএসের মাধ্যমে ব্যবহৃত হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানানো হবে।