
নিবন্ধিত কার্ডে ১০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে
আগামীকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে মেট্রোরেল সেবায় নতুন মাত্রা যোগ হচ্ছে। ঘরে বসেই অনলাইনে র্যাপিড পাস ও এমআরটি কার্ড রিচার্জ করা যাবে। যাত্রীদের ভিড়, ঝামেলা ও সময় অপচয় কমাতে এ সুবিধা চালু করতে যাচ্ছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। আগারগাঁও মেট্রো স্টেশনে সকাল ১০টা ৪৫ মিনিটে সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন।
ডিটিসিএ জানিয়েছে, যাত্রীরা এখন থেকে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে সরাসরি rapidpass.com.bd –এ প্রবেশ করে নিবন্ধিত কার্ডে ১০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন। সব ধরনের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস—বিকাশ, নগদ, রকেট, ব্যাংক কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং সুবিধা ব্যবহার করা যাবে। অনলাইনে রিচার্জ সম্পন্ন হওয়ার পর স্টেশনের এভিএম মেশিনে কার্ড ট্যাপ করলেই ব্যালেন্স সক্রিয় হয়ে যাবে।
অনলাইন রিচার্জ ব্যবস্থাকে কার্যকর করতে মেট্রোর ১৬টি স্টেশনে দুটি করে মোট ৩২টি অ্যাড ভ্যালু মেশিন (এভিএম) স্থাপন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যেই মোবাইল অ্যাপের মাধ্যমে রিচার্জ সুবিধাও যুক্ত করা হবে বলে জানিয়েছে ডিটিসিএ।
রিচার্জ বাতিলের ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নিয়ম প্রযোজ্য। গ্রাহক চাইলে রিচার্জের তারিখ থেকে সাত দিনের মধ্যে এবং এভিএমে কার্ড ট্যাপ করার আগ পর্যন্ত বাতিলের আবেদন করতে পারবেন। তবে বাতিল হলে ৫ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে। আবার কোনো কার্ড ব্ল্যাকলিস্টেড থাকায় রিচার্জ আপডেট না হলে গ্রাহক রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন, সেক্ষেত্রেও সমান হারে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
বর্তমানে প্রায় ১৬ লাখ যাত্রী নিয়মিত র্যাপিড পাস ও এমআরটি কার্ড ব্যবহার করছেন। অনলাইন রিচার্জ চালুর ফলে স্টেশনে ভিড় কমবে, সময় বাঁচবে এবং যাতায়াত আরও স্বচ্ছন্দ হবে বলে আশা করছে ডিটিসিএ।



























