শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ২৪ নভেম্বর ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন
শেয়ার

পোস্টাল ভোট: নিবন্ধনে শীর্ষে দক্ষিণ কোরিয়া প্রবাসীরা


postal-vote-bd

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশিরা এখন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের নিবন্ধনে ব্যস্ত সময় পার করছেন। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে চলমান এই প্রক্রিয়ায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সাড়া দিয়েছেন দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসীরা।

সোমবার (২৪ নভেম্বর) সকালে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট সূত্রে জানা গেছে, অ্যাপটি চালু হওয়ার পর থেকে সোমবার সকাল ১১টা পর্যন্ত মোট ২০ হাজার ৭৫০ জনেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে একক দেশ হিসেবে সর্বোচ্চ ৮ হাজারেরও বেশি নিবন্ধন এসেছে দক্ষিণ কোরিয়া থেকে।

গত ১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয়। শুরুতে রোববার মধ্যরাতে এই সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও, নানা কারিগরি জটিলতার কারণে নির্বাচন কমিশন নিবন্ধনের সময় আরও পাঁচ দিন বাড়িয়েছে।

জীবনের প্রথমবারের মতো বিদেশ থেকে দেশের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়ে প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে এক নতুন উদ্দীপনা। ভোটার তালিকায় নাম ওঠাতে পেরে অনেকেই গর্ববোধ করছেন এবং বিষয়টিকে তাদের প্রবাস জীবনের এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন।

বিশেষ করে দক্ষিণ কোরিয়ায় এই উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সেখানে অনলাইন নিবন্ধনে একে অপরকে তথ্য যাচাইয়ে সাহায্য করছেন প্রবাসীরা। পাশাপাশি বিভিন্ন বাংলাদেশি কমিউনিটিগুলোকেও নিবন্ধনে সহযোগিতামূলক কার্যক্রম চালাতে দেখা গেছে।

নিবন্ধনের এই বিপুল আগ্রহের মাঝেই দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের প্রবাসীরা ওটিপি (One Time Password) জটিলতায় পড়ছেন। অভিযোগ রয়েছে, মোবাইল নম্বরে ওটিপি না আসার কারণে অনেকেই চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে পারছেন না।

এ বিষয়ে নির্বাচন কমিশনের হেল্প সেন্টার জানিয়েছে, “ওটিপি না আসার বিষয়টি একটি টেকনিক্যাল ইস্যু। এটি সমাধানে কাজ চলছে এবং আশা করা যাচ্ছে আজকের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।”