
ছবি: সংগৃহীত
ঢাকাস্থ থাই দূতাবাস জানিয়েছে, কোনো এজেন্সির পক্ষে ২–৩ ঘণ্টার মধ্যে থাই ই-ভিসা পাওয়ার নিশ্চয়তা দেওয়া একেবারেই অসম্ভব। সোমবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে দূতাবাস জানায়, তাদের নজরে এসেছে—কিছু এজেন্সি বিজ্ঞাপন দিয়ে দুই ঘণ্টার ভেতরে ভিসা অ্যাপ্রুভালের আশ্বাস দিচ্ছে, যা বিভ্রান্তিকর।
দূতাবাস স্পষ্টভাবে তিনটি বিষয় তুলে ধরে—
১) কোনো এজেন্সি থাই ই-ভিসার নিশ্চয়তা দিতে পারে না।
২) থাই ই-ভিসার আবেদন নিয়ম অনুসারে কঠোরভাবে যাচাই–বাছাই করা হয়।
৩) ভিসা প্রসেসিংয়ে বিভ্রান্তিকর সেবাদাতাদের এড়িয়ে চলার জন্য আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে।
থাই দূতাবাসের নির্দেশনা অনুযায়ী, ভিসা প্রক্রিয়া সম্পূর্ণই নিয়মতান্ত্রিক এবং সময় সাপেক্ষ; তাই দ্রুত ভিসা পাওয়ার নামে ভ্রান্ত প্রতিশ্রুতিতে না পড়তে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
























