
রাজধানীতে মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি উঠে পড়ার ঘটনায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার রাতে বাংলাদেশ সচিবালয় স্টেশনে এ ঘটনা ঘটে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (জনসংযোগ) আহসান উল্লাহ শরীফী বিষয়টি নিশ্চিত করে বলেন, “সচিবালয় স্টেশনে ট্রেন থামানো ছিল। ঠিক সে সময় ছাদে দুই ব্যক্তিকে দেখা যায়। নিরাপত্তার কারণে সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।”

ডিএমটিসিএল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের ওপর দুই ব্যক্তি উঠায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এ কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।”
ঘটনার কারণ ও ওই দুই ব্যক্তির পরিচয় জানতে তদন্ত চলছে।


























