শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ২১ ডিসেম্বর ২০১৪, ২:৩০ অপরাহ্ন
শেয়ার

ঢাবিতে আন্দোলনরত ১৪ শিক্ষার্থী আটক


dhaka-universityঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ দেয়ার দাবিতে আন্দোলনরত ১৪ শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আজ রবিবার সকাল ১১টায় ক্যাম্পাসের তাদের আটক করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে কিছু ছাত্র-ছাত্রী আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলো। এরা আন্দোলনের নামে বিশৃঙ্খলার সৃষ্টি করে। এর আগেও তারা এরকমটাই করেছিল। মূলত এ সন্দেহেই তাদেরকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।