শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ৩০ মে ২০১২, ১২:৩৪ পূর্বাহ্ন
শেয়ার

প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভর্তুকি দিবে সিউল সিটি


ডেস্ক রিপোর্টঃ প্রতিবন্ধী শিশুদের পিতামাতাকে ১মিলিয়ন (প্রায় ৮৫০ডলার)উওন করে সহায়তা দিবে সিউল সিটি। সিউল মিউনিসিপ্যাল সিটি গত সোমবার জানিয়েছে প্রতিবন্ধী শিশুদের পিতামাতাদের আর্থিক দুরাবস্থায় সহায়তা প্রদানের উদ্দ্যেশে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। গত বছরের সরকারী তথ্যানুযায়ী, প্রতিবন্ধী শিশুদের পিতামাতার মাসিক আয় গড়ে ১.৯৮মিনিয়ন উওন যা সাধারণ মানুষের গড় আয়ের ৫২.৪শতাংশ। কোরিয়াতে এই প্রথম কোন শহর এই বিশেষ সুবিধা প্রদান করছে।