শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৯ মে ২০১৪, ৩:০৮ অপরাহ্ন
শেয়ার

খোয়াংজু মানবাধিকার পুরস্কার পেলেন আদিলুর রহমান


সিউল, ১৯ মে ২০১৪:

দক্ষিণ কোরিয়ার খোয়াংজু মানবাধিকার পুরস্কার পেলেন বাংলাদেশের মানবাধিকার আন্দোলন অধিকারের সম্পাদক আদিলুর রহমান। গতকাল রবিবার খোয়াংজু শহরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আদিলুর রহমানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ইরানের নারী বিষয়ক সংগঠন মাদারস অব খাভারানও যৌথভাবে এই পুরস্কার পেয়েছে।

পুরস্কার গ্রহণ করছেন আদিলুর রহমান

পুরস্কার গ্রহণ করছেন আদিলুর রহমান

দক্ষিণ কোরিয়ার গণতন্ত্র আন্দোলনের জন্য বিখ্যাত মে’১৮ আন্দোলন (May’18 Movements) উপলক্ষ্যে ২০০০ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। আদিলুর রহমান খান প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার পেলেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী আদিলুর রহমান ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতাদের একজন এবং বর্তমানে সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ডেপুটি এটর্নী জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের মানবাধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আদিলুর রহমানকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। নব্বইয়ের দশকে এরশাদবিরোধী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সম্প্রতি ঢাকায় হেফাজতের সমাবেশে হত্যাকান্ড নিয়ে রিপোর্ট প্রকাশের দায়ে কারাভোগ করেন।