শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ১২ জুলাই ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
শেয়ার

উইম্বলডনে ইতিহাস গড়লেন শিয়নটেক



উইম্বলডনের মেয়েদের এককে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়েছেন পোলিশ টেনিস তারকা ইগা শিয়নটেক। শনিবার রাতে ফাইনালে মাত্র ৫৭ মিনিটে মার্কিন প্রতিপক্ষ অ্যামান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে গ্র্যান্ড স্ল্যামের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে নতুন রানি বনে যান ২৪ বছর বয়সী এই টেনিস সেনসেশন।

‘ডাবল বাগেল’—একটি ফাইনালে প্রতিপক্ষকে একটিও গেম না জিততে দেওয়া—এমন দাপুটে জয় শেষবার উইম্বলডনে দেখা গিয়েছিল ১৯১১ সালে। ১১৪ বছর পর সেই বিরল দৃশ্যের পুনরাবৃত্তি ঘটালেন শিয়নটেক।

এই জয়ে ক্যারিয়ারে তার ছয় নম্বর গ্র্যান্ড স্ল্যাম ট্রফি যুক্ত হলো। এর মধ্যে চারটি এসেছে ফ্রেঞ্চ ওপেনে, একটি ইউএস ওপেনে এবং এবার যুক্ত হলো প্রথম উইম্বলডন শিরোপা। রোলাঁ গারোর বাইরে এটি তার দ্বিতীয় মেজর জয়।

ঘাসের কোর্টে প্রথমবারের মতো শিরোপা জিতে শিয়নটেক জানিয়ে দিয়েছেন, তার পরবর্তী লক্ষ্য মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি ছোঁয়া।