বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম্যান ম্রোপাড়ায় ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনসহ তিনজন ম্রো নারী প্রাণ হারিয়েছেন।
সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন—তুমলে ম্রো (১৭), রওলেং ম্রো (৩৫) এবং রিয়েম ম্রো। তিনজনই রাংলাই হেডম্যান পাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, এলাকার একটি পুরনো বৈদ্যুতিক ট্রান্সফরমার হঠাৎ বিকল হয়ে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই তিনজন নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
স্থানীয়রা জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের পর তারের আগুনে পোড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মরদেহগুলো। নিহতদের মধ্যে একজনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়, তবে তার আগেই তার মৃত্যু হয়। বাকি দুইজনের মরদেহ এখনও ঘটনাস্থলেই রয়েছে।
চিম্বুক সড়কের ১২ মাইল বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো বলেন, “একটি ট্রান্সফরমার বিস্ফোরণের পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নারী মারা গেছেন। আমরা স্থানীয়ভাবে বিদ্যুৎ বিভাগকে অনেক আগেই সতর্ক করেছিলাম।”
বান্দরবান জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলছে। ইতোমধ্যে একজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।”
এই দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। পুরনো ট্রান্সফরমার ও ঝুঁকিপূর্ণ তারের বিষয়ে কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার তদন্ত দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও।























