
মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদে বসবাস এবং কাজের সুযোগ পেতে অভিবাসীদের কাছে নতুন এক দিগন্ত খুলে দিয়েছে বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসা। তুলনামূলক কম খরচ, নমনীয় শর্ত এবং দীর্ঘমেয়াদি সুযোগ-সুবিধার কারণে এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বাহরাইন সরকারের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির অংশ হিসেবে চালু হওয়া এই ভিসা পেশাদার, বিনিয়োগকারী, অবসরপ্রাপ্ত এবং বিশেষ প্রতিভাধরদের জন্য তৈরি করেছে এক নিরাপদ ও আকর্ষণীয় আবাসন ব্যবস্থা।
কেন বাহরাইনের গোল্ডেন ভিসা অন্যদের চেয়ে এগিয়ে?:
এই ভিসার মূল আকর্ষণ এর কম খরচ, স্পনসর ছাড়াই কাজের স্বাধীনতা, এবং পরিবার নিয়ে থাকার সুযোগ। উপসাগরীয় অনেক দেশে যেখানে নির্দিষ্ট নিয়োগকর্তার অধীনে কাজ করার বাধ্যবাধকতা থাকে, সেখানে বাহরাইন দিচ্ছে সম্পূর্ণ স্বাধীনতা। ভিসাধারীরা চাইলেই যেকোনো প্রতিষ্ঠানে চাকরি, নিজস্ব ব্যবসা বা ফ্রিল্যান্স ক্যারিয়ার গড়ে তুলতে পারেন।
খরচের তুলনা:
বসবাস: বাহরাইনের রাজধানী মানামায় বসবাসের খরচ দুবাইয়ের চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ কম। দৈনন্দিন জীবনযাত্রা, যেমন—বাজার এবং পরিবহন খরচও বেশ সাশ্রয়ী।
বিনিয়োগ: আমিরাতে গোল্ডেন ভিসার জন্য প্রায় ৫ লাখ ৪৫ হাজার মার্কিন ডলারের সম্পত্তি কিনতে হলেও, বাহরাইনে মাত্র ২ লাখ বাহরাইনি দিনার (প্রায় ৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার) বিনিয়োগ করলেই চলে।
ভ্রমণ স্বাধীনতা: আমিরাতের গোল্ডেন ভিসাধারীদের প্রতি ছয় মাসে একবার সেদেশে ফিরতে হয়, কিন্তু বাহরাইনের ভিসাধারীদের জন্য দেশের বাইরে থাকার বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।
পরিবার-বান্ধব দীর্ঘমেয়াদি সুবিধা:
বাহরাইনের গোল্ডেন ভিসা পরিবারকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে। ভিসাধারীরা খুব সহজেই তাদের স্বামী/স্ত্রী, সন্তান এবং বাবা-মাকে স্পনসর করতে পারেন। সবচেয়ে বড় সুবিধা হলো, ভিসা নবায়নের জন্য নির্দিষ্ট চাকরি বা সম্পত্তি ধরে রাখার কোনো বাধ্যবাধকতা নেই, যা এটিকে দীর্ঘমেয়াদে বসবাসের জন্য অত্যন্ত নির্ভরযোগ্য করে তুলেছে।
কারা আবেদনের যোগ্য?:
চারটি ভিন্ন ক্যাটাগরিতে এই ভিসার জন্য আবেদন করা যায়:
দক্ষ পেশাদার: যারা বাহরাইনে অন্তত পাঁচ বছর ধরে বসবাস করছেন এবং যাদের মাসিক বেতন ন্যূনতম ২,০০০ বাহরাইনি দিনার।
বিনিয়োগকারী: বাহরাইনে ২ লাখ দিনার মূল্যের এক বা একাধিক সম্পত্তির মালিক।
অবসরপ্রাপ্ত ব্যক্তি: বাহরাইনে বসবাসকারী অবসরপ্রাপ্তদের জন্য মাসিক ২,০০০ দিনার এবং দেশের বাইরে থাকা অবসরপ্রাপ্তদের জন্য মাসিক ৪,০০০ দিনার পেনশন।
বিশেষ প্রতিভাধর: বিজ্ঞান, ক্রীড়া, শিল্প-সাহিত্য বা ব্যবসায়িক উদ্যোগে বিশেষ দক্ষতা বা স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তিরা।
আবেদন প্রক্রিয়া ও খরচ:
বাহরাইনের গোল্ডেন ভিসার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল ও ঝামেলাহীন। আবেদনকারীদের বাহরাইনের অফিসিয়াল পোর্টালে (বাহরাইন ডট বিএইচ) একটি ইকি (eKey) অ্যাকাউন্ট তৈরি করে প্রয়োজনীয় নথি (পাসপোর্ট, স্বাস্থ্য বীমা, আয় বা সম্পত্তির প্রমাণ) জমা দিতে হয়। আবেদন ফি মাত্র পাঁচ বাহরাইনি দিনার। আবেদন অনুমোদনের পর ভিসা ইস্যু ফি ৩০০ দিনার। আবেদন প্রক্রিয়া সাধারণত পাঁচ থেকে ১০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়।
সূত্র: বাহরাইন ডট বিএইচ





























