শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ২১ জুলাই ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
শেয়ার

কুয়েত বিমানবন্দরে ৪ বাংলাদেশি আটক


kuwait

ছবি : সংগৃহীত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ থেকে চিবানো তামাক (জর্দা) বহনের দায়ে চার বাংলাদেশিকে আটক করেছে কুয়েত কাস্টমস কর্তৃপক্ষ। দু’দিনব্যাপী এ অভিযানে মোট ১৯৯ কেজি তামাক জব্দ করা হয়েছে।

রোববার (২০ জুলাই) কুয়েত কাস্টমস বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রথম দিনে একজন বাংলাদেশি যাত্রীর কাছ থেকে ৪০ কেজি চিবানো তামাক উদ্ধার করা হয়। পরদিন বাংলাদেশ থেকে আসা আরও তিন যাত্রীকে আটক করা হয়, যাদের কাছ থেকে ১৫৯ কেজি তামাক জব্দ করা হয়।

বিমানবন্দর কাস্টমস বিভাগ তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ তদন্ত চলছে।

কুয়েত কাস্টমস কর্তৃপক্ষ জানায়, দেশটিতে পান, জর্দা, সুপারি ও তামাকজাতীয় সব ধরনের পণ্য আমদানি, বাজারজাত ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিষিদ্ধ পণ্য চোরাচালান রোধে বিমানবন্দরসহ সব প্রবেশ পথে কাস্টমস কর্মকর্তারা কঠোর নজরদারিতে রয়েছেন।

তারা আরও জানান, এ ধরনের পণ্য আনার চেষ্টা করলে অভিযুক্তদের জেল বা দেশ থেকে বহিষ্কারের মুখোমুখি হতে হয়। ভ্রমণকারীদের কুয়েতের কাস্টমস আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, কুয়েতে এ ধরনের নিষিদ্ধ পণ্য বহন করে ধরা পড়া দেশের সুনাম ক্ষুণ্ন করছে। এমন কর্মকাণ্ড বাংলাদেশিদের জন্য ভিসা ও কর্মসংস্থানের সুযোগ বন্ধ করে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। অনেকে প্রশ্ন তুলেছেন, বাংলাদেশ কাস্টমসের নজরদারি উপেক্ষা করে এত বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য কীভাবে কুয়েতে পৌঁছাতে পারে!

কুয়েত প্রশাসন জানিয়েছে, দেশকে এসব ক্ষতিকর ও নিষিদ্ধ দ্রব্য থেকে রক্ষায় অভিযান আরও জোরদার করা হবে।