শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২১ জুলাই ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
শেয়ার

বিশ্ব অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপে দলীয় ফ্রি রুটিনে চীনের সোনা জয়


বিশ্ব অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপে আর্টিস্টিক সুইমিংয়ের দলীয় ফ্রি রুটিন বিভাগে নিখুঁত পারফরম্যান্স উপস্থাপন করে স্বর্ণ পদক জিতেছে চীন। রোববার তারা স্পেন ও জাপানের মতো শক্ত প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে শীর্ষে উঠে আসে। জাপান রৌপ্য এবং স্পেন ব্রোঞ্জ পদক জয় করে।

এটি আর্টিস্টিক সুইমিংয়ে চীনের দ্বিতীয় স্বর্ণপদক, এর আগে শনিবার নারী একক টেকনিক্যাল ইভেন্টে সু হুইইয়ানের ঐতিহাসিক জয়ে প্রথম স্বর্ণ পায় চীন।

এই সাফল্য চীনের আর্টিস্টিক সুইমিংয়ে ধারাবাহিকতার প্রমাণ। গত এক দশকে তারা বিশ্বব্যাপী শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।

সাম্প্রতিক আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতেও চীনা সাঁতারুরা নিয়মিতভাবে পদক জিতে চলেছেন। আর্টিস্টিক সুইমিংয়ের প্রতিযোগিতা চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত।