রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ১১ অগাস্ট ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন
শেয়ার

জুলাই গণঅভ্যুত্থানের মামলায় ভার্চুয়ালি হাজিরা দিলেন আসামিরা


Salman-Anisul-Palok
জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ভার্চুয়ালি আদালতে হাজিরা দিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১১ জন হাই-প্রোফাইল আসামি।

আজ সোমবার ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামানের আদালতে কেরানীগঞ্জ কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের হাজির করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাঈন উদ্দিন চৌধুরী।

তিনি জানান, এখন থেকে হাই-প্রোফাইল আসামিদের নিয়মিত হাজিরার শুনানি ভার্চুয়ালি হবে। তবে রিমান্ড শুনানি সরাসরি আদালতে এনে পরিচালনা করা হবে।

যারা ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন তারা হলেন—সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও শাজাহান খান; সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনাইদ আহমেদ পলক; সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু ও সাদেক খান; এবং নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতা আবুল হাসনাত আদনান ও মোস্তফা কামাল।

১১ জনের মধ্যে সালমান, আনিসুল, পলক, ইনু, মেনন ও শাজাহান চেষ্টাহত্যা মামলায় যাত্রাবাড়ী থানায় হাজির হন; কামাল মজুমদার ছিলেন মিরপুর মডেল থানার হত্যা মামলায়; সাদেক খান ছিলেন কলাবাগান থানার চেষ্টা-হত্যা মামলায়; কাজী মনিরুল ইসলাম মনু ছিলেন যাত্রাবাড়ী থানার চেষ্টা-হত্যা মামলায়; আর আদনান ও মোস্তফা কামাল ছিলেন কলাবাগান থানার হত্যা মামলায়।

উল্লেখ্য, চলতি বছরের ৭ আগস্ট ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান নিরাপত্তাজনিত কারণে জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী ও হাই-প্রোফাইল রাজনৈতিক মামলার আসামিদের কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরার অনুমতি দেন। এরই অংশ হিসেবে ঢাকা মহানগর হাকিম আদালতের ২৮ নম্বর কক্ষকে ইতোমধ্যে ডিজিটালাইজ করা হয়েছে।