বিভিন্ন দেশে এমন কিছু স্থান আছে, যেগুলো মানুষকে আনন্দ দেয়, বিনোদন দেয়। আবার কিছু দেশ আছে, যেগুলো যেন আনন্দের মধ্যেই বাঁচে—সেখানে জীবনযাপনের প্রতিটি স্তরেই আনন্দ মিশে আছে। এসব দেশের প্রতিটি কোণে আপনি খুঁজে পাবেন জীবনের ছন্দ। সেসব জায়গায় হঠাৎ পাওয়া অভিজ্ঞতা মিশে যায় স্থানীয় সংস্কৃতির সঙ্গে, প্রতিদিনের জীবনের ভাঁজে লুকিয়ে থাকে ছোট ছোট সুখ।





























