রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ২৯ অগাস্ট ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
শেয়ার

লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে আটক রাখার আবেদন


latif-siddiquiরাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৯ আগস্ট) মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারজানা হকের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশন পুলিশের এসআই জিন্নাত আলী এ তথ্য জানিয়েছেন।

এ মামলার অন্য আসামিরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহম্মদ আলী ও মো.আব্দুল্লাহীল কাইয়ুম।

মামলার সূত্রে জানা গেছে, ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ নামের সংগঠনের আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তব্য দিচ্ছিলেন আবদুল লতিফ সিদ্দিকী। এসময় মুক্তিযুদ্ধ বিকৃতির অভিযোগ তুলে উপস্থিতরা তাকে ঘেরাও করে ‘আওয়ামী ফ্যাসিস্ট’ স্লোগান দেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, সংগঠনটির লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষার নামে সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি নেওয়া। বৈঠকে প্রায় ৭০-৮০ জন অংশ নেন।

অভিযোগ অনুযায়ী, লতিফ সিদ্দিকী বৈঠকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অন্তর্বর্তী সরকার উৎখাতের প্ররোচনা দেন। পরে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে। তদন্ত চলমান থাকায় আসামিদের জেলে আটক রাখার আবেদন জানানো হয়েছে।