হকি এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সোমবার (১ সেপ্টেম্বর) ভারতের রাজগিরে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধেই ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় লাল-সবুজের দল। বিরতিতে ৪-১ গোলে এগিয়ে ছিল কোরিয়া। পরের অর্ধে আরও একটি গোল করে ৫-১ ব্যবধানের জয় নিশ্চিত করে তারা।
ম্যাচের শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে মাত্র দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে কোরিয়া। ৮ মিনিটে ফিল্ড গোল ও ১০ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে। দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই আসে তৃতীয় গোল। এরপর ২২ মিনিটে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। তবে একই মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করে ব্যবধান কমান বাংলাদেশের সোহানুর রহমান সবুজ।
তৃতীয় কোয়ার্টারে আর কোনো গোল হয়নি। তবে চতুর্থ কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ৫-১ জয় নিশ্চিত করে কোরিয়া।
এর আগে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে চাইনিজ তাইপেকে ৮-৩ ব্যবধানে হারিয়ে প্রাথমিক লক্ষ্য পূরণ করে দল। গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ লড়েছে হারের ব্যবধান কম রাখতে। শেষ পর্যন্ত ৫-১ গোলে থামিয়ে রাখতে পেরেছে এশিয়ার অন্যতম পরাশক্তি দলটিকে।
বাংলাদেশের লক্ষ্য এখন গ্রুপে তৃতীয় হয়ে ছয় দলের মধ্যে শেষ করা, যাতে বিশ্বকাপ বাছাইয়ের সুযোগ থাকে। সেই লড়াই অব্যাহত রয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর কাজাখস্তানের বিপক্ষে স্থান নির্ধারণী ম্যাচে জয় পেলে পঞ্চম স্থানের লড়াইয়ে ওঠার সুযোগ থাকবে লাল-সবুজের সামনে।





























