রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ১৯ সেপ্টেম্বর ২০১৪, ১০:৩৮ পূর্বাহ্ন
শেয়ার

টঙ্গীতে জেএমবির ভারপ্রাপ্ত আমিরসহ আটক ৭


JMBরাজধানীর তুরাগ থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমিরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপকমিশনার শেখ নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, গতকাল রাতে তুরাগ থেকে জেএমবির ভারপ্রাপ্ত আমির তাসনিমসহ ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন।