রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২১ সেপ্টেম্বর ২০১৪, ৪:০৩ অপরাহ্ন
শেয়ার

কয়েক ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম বিমানবন্দরে ৭০টি সোনার বার আটক


gold_barচব্বিশ ঘণ্টারও কম সময়ে দুইবাফেরত দুই যুবকের কাছ থেকে অন্তত ৭০টি সোনার বার উদ্ধার করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক বিভাগ। রবিবার সকালে আল-আমিন নামের এক যুবকের কাছ থেকে ৫৮টি ও শনিবার সন্ধ্যায় রমজান আলী নামের অপর এক যুবকের কাছ থেকে ১২টি সোনার বার উদ্ধার করা হয়।

বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার তপন চক্রবর্তী স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আল আমিন (২২) চট্টগ্রামে আসেন। তার পেটে ও কোমরে বিশেষভাবে সোনার বারগুলো বাঁধা ছিল। উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন প্রায় সাত কেজি। দাম প্রায় দুই কোটি ৯০ লাখ টাকা।

আল-আমিনের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুড়িতে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।