রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২২ সেপ্টেম্বর ২০১৪, ৯:২০ অপরাহ্ন
শেয়ার

দুটি সোনা জিতল ১৭ বছর বয়সী কোরিয়ান কিশোর


17 years oldএকাধিক সোনা জিতে চমক দেখিয়েছেন ১৭বছর বয়সী কোরিয়ান শুটার কিম ছং ইয়ং। রবিবার কোরিয়ার পক্ষে কিম একাই দুটি সোনা জিতেন। পিস্তল শুটিংএ দুই প্রতিদ্বন্দী বেইজিং অলিম্পিকে সোনাজয়ী প্যাং এবং ২০১২ সালের অলিম্পিক গোল্ড মেডেলিস্ট স্বদেশী জিনকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছেন কিম। ১০ মিটার পিস্তল শুটিংএ চীনের প্যাং উয়ে’কে পিছনে ফেলে স্বর্ণ জিত নেনে এই কোরিয়ান কিশোর। কিমের ২০১.২পয়েন্টের বিপরীতে প্যাং এবং জিনের পয়েন্ট ছিল যথাক্রমে ১৯৯.৩ এবং১৭৯.৩।

ইনছন এশিয়ান গেমসে এখন পর্যন্ত একাধিক স্বর্ণ বিজয়ী ক্রীডাবিদ কিম ছং ইয়ং।