রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
শেয়ার

সৌদিতে নিহত ছেলের লাশ ফেরত চেয়ে মায়ের আহাজারি


mostofa

নিহত মোস্তুফা মিয়া। ছবি : সংগৃহীত

‘আমার সোনার ধনের লাশটা আইন্যা দেও। আমি নিজের হাতে গোসল করাইয়া কবর দিব। না অইলে আমারে হেইনো (সৌদি আরব) পাডাইয়া দেও। তার লগেই আমি কবর পুতবাম।’ অন্তহীন কান্না আর বুকফাটা আহাজারি নিয়ে এভাবেই সৌদি আরবে নিহত ছেলের লাশ ফেরত চেয়ে আকুতি জানাচ্ছেন ময়মনসিংহের নান্দাইলের রোকিয়া বেগম।

রোকিয়া বেগমের ছেলে মো. মোস্তুফা মিয়া (৩৫) জীবিকার সন্ধানে এ বছরের এপ্রিলে সৌদি আরব যান। কিন্তু সেখানে না পেলেন কাজ, না পেলেন নিরাপত্তা। বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে দিন পার করছিলেন তিনি। অবশেষে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং এক মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, ধারদেনা করে ৬ লাখ টাকা খরচে চলতি বছরের ৩ এপ্রিল সৌদি আরব পাড়ি জমান মোস্তুফা। কিন্তু আদম ব্যবসায়ীর প্রতিশ্রুত কাজ না পেয়ে পরিচিতজনদের আশ্রয়ে দিনাতিপাত করছিলেন তিনি। পুলিশের ভয়ে এক জায়গায় বেশিদিন থাকতে পারতেন না। শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানেই শেষ হয়ে যায় তার জীবনযুদ্ধ।

মৃত মোস্তুফা মিয়া নান্দাইল উপজেলার মৃত আব্দুছ ছাত্তারের ছেলে। তাঁর অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। মা রোকিয়া বেগম ছেলের মরদেহ দেশে ফেরাতে সরকারের কাছে কাকুতি-মিনতি করছেন।

পরিবারের দাবি, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণার শিকার হয়েছেন মোস্তুফা। ঋণের টাকার বোঝা মাথায় নিয়ে এখন শোকে মুহ্যমান পরিবার মরদেহ ফেরানোর জন্য সরকারি সহায়তা প্রত্যাশা করছে।

স্থানীয়রা বলছেন, একজন মা তার সন্তানের মরদেহ ফেরত পাওয়ার জন্য এভাবে আকুতি জানাচ্ছেন—এটি মানবিকতার প্রশ্ন। তাঁরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানান।