
জাহাঙ্গীর মিয়া
মালদ্বীপের রাজধানী মালের সংলগ্ন শহর হুলহুমালেতে নেপালি এক নারীকে ছুরিকাঘাতের ঘটনায় জাহাঙ্গীর মিয়া (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হুলহুমালের দ্বিতীয় ফেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যম সান এমভি জানিয়েছে, ওইদিন দুপুরে হুলহুমালের প্রথম ফেজের একটি দোকানে কাজ করার সময় কথাকাটাকাটির জেরে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে জাহাঙ্গীর মিয়া ২১ বছর বয়সী নেপালি নারীর ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করেন।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত নেপালি নারীকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।
মালদ্বীপ পুলিশ সার্ভিস জানিয়েছে, ঘটনার পেছনের কারণ ও বিস্তারিত তথ্য উদঘাটনে তদন্ত চলছে।
এ বিষয়ে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজ দেশের ভাবমূর্তি রক্ষার্থে মালদ্বীপে বসবাসরত সব বাংলাদেশিকে যে কোনো বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।





























