শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ন
শেয়ার

ইতালিতে ভুয়া নথিতে ২০০ বাংলাদেশি প্রবেশ, চক্রের হোতাসহ আটক ৫


italy

ছবি: লা রিপাবলিকা

ইতালিতে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে বিশেষ অভিযানে এক বাংলাদেশিসহ পাঁচজনকে আটক করেছে দেশটির ফিন্যান্স পুলিশ। তবে আদালতের নিয়ম অনুযায়ী আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনাটি লা রিপাবলিকাসহ শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার তোসকানা বিভাগের গ্রোসেত্তো এলাকায় সিয়েনা প্রিফেকচারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তদন্তে জানা যায়, সম্প্রতি ওই বাংলাদেশি প্রায় ৫২ হাজার ইউরো নগদ অর্থ দিয়ে গ্রোসেত্তো শহরে একটি দোকান কিনেছিলেন। এ ঘটনা পুলিশের সন্দেহের জন্ম দেয় এবং অনুসন্ধান শুরু হয়।

তদন্তে বেরিয়ে আসে, তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ডিক্রেতো ফ্লুসসি’ প্ল্যাটফর্ম ব্যবহার করে ভুয়া নথি জমা দিচ্ছিল। নকল নিয়োগকর্তা ও কাল্পনিক কোম্পানির নাম-ঠিকানা ব্যবহার করে চক্রটি প্রায় ২০০ বাংলাদেশিকে ইতালিতে প্রবেশ করিয়েছে বলে অভিযোগ রয়েছে।

প্রতিটি ভুয়া আবেদনের জন্য গ্রাহকদের কাছ থেকে ২ হাজার থেকে ৪ হাজার ইউরো পর্যন্ত নেওয়া হতো। অনেক ক্ষেত্রে নগদ অর্থের পাশাপাশি পরিবারের কাছ থেকে জমিও আদায় করত চক্রটি। শুধু সিয়েনা ও গ্রোসেত্তো অঞ্চলে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আদালত ঘটনাটিকে ‘অটো-মানি লন্ডারিং’ হিসেবে চিহ্নিত করেছে, অর্থাৎ অপরাধ থেকে অর্জিত অর্থ বৈধ সম্পত্তি কেনায় ব্যবহার করা হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট দোকানটি জব্দের নির্দেশ দেওয়া হয়।

রোমে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী জানান, তারা এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানেন না। তবে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানার পর দূতাবাস পরবর্তী পদক্ষেপ নেবে।

ফিন্যান্স পুলিশ জানায়, এই অভিযান কেবল অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ নয়, বরং ইতালির অর্থনীতিকে সুরক্ষিত রাখারও অংশ। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত আটক ব্যক্তিদের নির্দোষ হিসেবেই গণ্য করা হবে।