রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
শেয়ার

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার মূল তদন্ত কর্মকর্তার ২য় দিনের সাক্ষ্য আজ


শেখ হাসিনার বিরুদ্ধে মামলার মূল তদন্ত কর্মকর্তার ২য় দিনের সাক্ষ্য আজ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ৫ আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ২য় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তিনি এ মামলায় ৫৪তম ও শেষ সাক্ষী।

এর আগে গতকাল জুলাই অভ্যুত্থানের হত্যাযজ্ঞের নৃশংসতার ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরে রাষ্ট্রপক্ষ। এই ভিডিও সরাসরি সম্প্রচারের পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা জবানবন্দিও সাক্ষ্যও সরাসরি সম্প্রচার করা হয়।

আলোচিত এ মামলার প্রধান তদন্ত কর্মকর্তার উত্থাপিত প্রমাণ হিসেবে আজও কিছু ভিডিও ফুটেজ তুলে ধরবে প্রসিকিউশন। রাষ্ট্রপক্ষ দাবি করে, কোন ধরনের উস্কানি ও ক্ষয়ক্ষতির শঙ্কা ছাড়াই পরিকল্পিতভাবে আন্দোলনকারিদের উপর মারণাস্ত্র ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে রংপুরের বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ মামলার সাক্ষ্যগ্রহন হবে ট্রাইব্যুনাল – ২ এ। এছাড়া আজ কুষ্টিয়ায় ৭ জনকে হত্যা মামলায় জাসদ সভাপতি ইনুকে ট্রাইবুনালে হাজির করা হয়েছে।