শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ৪ অক্টোবর ২০২৫, ১১:২২ অপরাহ্ন
শেয়ার

গ্রিসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নরসিংদীর এনামুল


enamul

সড়ক দুর্ঘটনায় নিহত নরসিংদীর এনামুল সরকার। ছবি- সংগৃহীত

গ্রিসের রাজধানী এথেন্সে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী এনামুল সরকার (৪৪)। বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৬টার দিকে কিথিস যাওয়ার পথে পেট্টরেলি-আগিয়া ইয়ানিস রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল সরকারের বাড়ি নরসিংদী শহরের সাহেপ্রতাপ এলাকায়। তিনি হাজী সামাদ সরকারের ছোট ছেলে।

নিহতের চাচাতো ভাই আমিন সরকার ও রেজাউল করীম সরকার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আমিন সরকার বলেন, “কর্মস্থলে যাওয়ার সময় স্কুটিতে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে এনামুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এনামুল দীর্ঘদিন ধরে ইউরোপের দেশ গ্রিসে বসবাস করছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তিনি কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়েছিলেন। কিন্তু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় তার জীবন শেষ হয়ে যায়।

পরিবার জানায়, এনামুল ছিলেন সংসারের প্রধান ভরসা। হঠাৎ এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবারের সবাই শোকাহত। তার চাচাতো ভাই রেজাউল করীম সরকার বলেন, “সবাই আমাদের ভাই ও পরিবারের জন্য দোয়া করবেন।”

এনামুলের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। সব প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৫–৭ দিন সময় লাগতে পারে। পরিবার ও আত্মীয়স্বজন সবাইকে দোয়া ও সমবেদনার আহ্বান জানিয়েছেন।