রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ৭ অক্টোবর ২০২৫, ৯:০৬ পূর্বাহ্ন
শেয়ার

সৌদি আরবে ১৮ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার


saudi-arrest

ফাইল ছবি

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ১৮ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে ১৮ হাজার ৬৫০ জন প্রবাসীকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ১০ হাজার ৬৭৩ জন আবাসন আইন, ৩ হাজার ৮২২ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ১৭৮ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।

এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আরও ১ হাজার ৪৭৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫৯ শতাংশ ইয়েমেনি, ৪০ শতাংশ ইথিওপিয়ান এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

একই সময়ে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় ৫২ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অবৈধ অভিবাসীদের আশ্রয় বা পরিবহন দেওয়ার অভিযোগে দেশটিতে বসবাসরত ১৭ জনকে আটক করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা অবৈধভাবে কাউকে সৌদিতে প্রবেশে সহায়তা করে, পরিবহন বা আশ্রয় দেয় কিংবা অন্য কোনও সেবা প্রদান করে, তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদন্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। এছাড়া ব্যবহৃত যানবাহন বা বাড়ি বাজেয়াপ্ত করা হবে।

মন্ত্রণালয় জনগণকে আহ্বান জানিয়েছে, এ ধরনের কোনও আইন লঙ্ঘনের তথ্য থাকলে মক্কা, রিয়াদ ও পর্বাঞ্চলে ৯১১ এবং দেশের অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে কল করে জানানোর জন্য।