শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ১২ অক্টোবর ২০২৫, ৫:২২ অপরাহ্ন
শেয়ার

শেখ হাসিনার বিচার লাইভ চলাকালে সাইবার হামলা


International Crime Tribunal Hasina

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধ মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারকালে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আদালতের কার্যক্রম লাইভ চলাকালে ট্রাইব্যুনালের সঙ্গে যুক্ত ফেসবুক পেজটি হ্যাকারদের টার্গেটে পড়ে।

তিনি বলেন, যুক্তিতর্ক উপস্থাপনের সময় পেজটি হ্যাকিংয়ের শিকার হয়। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় তা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিন সকালে প্রসিকিউশন পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মধ্যে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি বিচারাধীন রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, প্রসিকিউশন তাদের যুক্তি শেষ করার পর আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা পাল্টা যুক্তি উপস্থাপন করবেন। এরপর আবারও প্রসিকিউশন দল জবাবি যুক্তি পেশ করবে।

ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা জানিয়েছেন, যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হলে মামলাটি রায়ের অপেক্ষায় রাখা হবে।