সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৩ অক্টোবর ২০২৫, ৬:১৩ অপরাহ্ন
শেয়ার

টমাহক ক্ষেপণাস্ত্র শুধুমাত্র রুশ সামরিক ঘাঁটিতেই ব্যবহার করবে ইউক্রেন: জেলেনস্কি


Zelenskyy

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে পাওয়া দীর্ঘপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র কেবল রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে ব্যবহার করা হবে। এই অস্ত্র সরবরাহের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ক্রেমলিনের উদ্বেগ প্রকাশের পর জেলেনস্কি এ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জেলেনস্কি লেখেন, ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক আলোচনা ছিল ‌‘অত্যন্ত ফলপ্রসূ’। তারা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, স্থিতিশীলতা এবং দীর্ঘপাল্লার সক্ষমতা বৃদ্ধির বিষয়ে কথা বলেছেন। দু’দিনের ব্যবধানে এটি ছিল দুই নেতার দ্বিতীয় ফোনালাপ।

সোমবার ট্রাম্প বলেন, তিনি ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে সম্মতি দেবেন কেবল তখনই, যখন তিনি এই অস্ত্রগুলো ইউক্রেন কীভাবে ব্যবহার করবে সে বিষয়ে নিশ্চিত হবেন।

টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২,৫০০ কিলোমিটার (১,৫৫০ মাইল), যার ফলে ইউক্রেন চাইলে রাশিয়ার ভেতরের গভীর অঞ্চলেও হামলা চালাতে পারবে।

রবিবার ইসরায়েলে যাওয়ার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যদি যুদ্ধ শিগগিরই শেষ না হয়, তাহলে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানাবেন যে ইউক্রেনকে টমাহক সরবরাহ করা হতে পারে। কারণ তারা (ইউক্রেনিয়রা) টমাহক চায়। এটি একধাপ এগিয়ে যাওয়ার মতো ব্যাপার।

এর আগে রবিবার রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের এই আলোচনাকে রাশিয়া ‘অত্যন্ত উদ্বেগজনক’ হিসেবে দেখছে।

পেসকভ বলেন, ‘বর্তমানে পরিস্থিতি অত্যন্ত নাটকীয় পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন দিক থেকে উত্তেজনা বেড়ে চলেছে।’ তিনি আরও যোগ করেন, রাশিয়াকে এ বিষয়টি মাথায় রাখতে হবে যে টমাহকের কিছু সংস্করণ পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম।