শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৫ অক্টোবর ২০২৫, ২:২৭ অপরাহ্ন
শেয়ার

কালি মুছে গেলেও চাকসুতে জাল ভোটের সুযোগ নেই: নির্বাচন কমিশন


CUCSU

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট প্রদানের পর আঙুলের অমোচনীয় কালি মুছে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে এতে কোনও সমস্যা দেখছে না কর্তৃপক্ষ। এ ছাড়া দুই কেন্দ্রের বুথে প্রিজাইডিং অফিসারের সই ছাড়া ব্যালটে ভোট গ্রহণের অভিযোগ উঠেছে। এতে নির্বাচন কমিশন নিজের ভুল শিকার করে বলেছে সই ছাড়া ব্যালট পেপারও গণনার মধ্যে থাকবে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পাঁচ কেন্দ্রে চলছে চাকসুর ভোটগ্রহণ।

এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে দ্রোহ পর্ষদ, ১২টায় ছাত্রদল এবং সাড়ে ১২টার দিকে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের পক্ষ থেকেও একই অভিযোগ দেওয়া হয়।

ছাত্রদলের ভিপিপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘নির্বাচন কমিশন বারবার অমোচনীয় কালি ব্যবহারের কথা বললেও বাস্তবে তা মানা হয়নি। প্রশাসন ইতোমধ্যে তাদের দায় স্বীকার করেছে। এটা ভোটের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে।’

ছাত্রশিবিরের ভিপিপ্রার্থী ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। ভোটের ক্ষেত্রে এমন কোনও ধরনের পরিস্থিতি যেন না হয় নির্বাচন কমিশন সেদিকে খেয়াল রাখবেন– এই প্রত্যাশা করি।’