শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৬ অক্টোবর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
শেয়ার

রাকসুতে ৭০ শতাংশের বেশি ভোটকাস্ট হওয়ার আশা রাবি ভিসির


রাকসুতে ৭০ শতাংশের বেশি ভোটকাস্ট হওয়ার আশা রাবি ভিসির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব

রাকসু নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণের হার অত্যন্ত উৎসাহজনক হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।

তিনি জানান, আগের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুযায়ী এখানে ৭০ শতাংশের বেশি ভোটকাস্ট হওয়ার আশা করা যায়। ভোটের সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণ আশা করছে।

বুধবার (১৬ অক্টোবর) জুবেরী ভবন প্রদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ৭০% এর বেশি ভোটকাস্ট হয়েছে; সেই অনুযায়ী আমরা প্রত্যাশা করতে পারি একই অনুপাতে ভোটকাস্ট হতে পারে। তার বেশি হলে তো ভালো। আমরা আশা করছি তার চেয়ে বেশি উপস্থিতি হবে।

গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, আপনারা দায়িত্বশীলতার সাথে নির্বাচন কাভারেজ করছেন, এটা অত্যন্ত আনন্দের বিষয়। জুবেরী ভবন দিয়ে হল পরিদর্শন করা শুরু করলাম এখন পর্যন্ত মোটামুটি নির্বাচনের মাঠ ভালই দেখা যাচ্ছে। সবগুলো কেন্দ্র পরিদর্শন করব; কেন্দ্র পরিদর্শন করলে আসলে পুরো বিষয়টা বুঝতে পারব।

ভোটার সংখ্যা বৃদ্ধির ব্যাপারে তিনি জানান, কিছু কিছু ভবনে লম্বা লাইন আছে; তবে কয়েকটি ব্যতিক্রমী হল আছে যেখানে উপস্থিতির হার কিছুটা কম। তবে বেলা বাড়ার সাথে সাথে সেই সংখ্যাটা বাড়বে বলে আমরা প্রত্যাশা করি।

শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা তাদের দায়িত্বশীল আচরণ করবে। আমরা বিশ্বাস করি অত্যন্ত স্বচ্ছতার সাথে ভোটের কার্যক্রম শেষ হবে।