শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ১৭ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
শেয়ার

সিঙ্গাপুরে রাষ্ট্রপতি পদক পেলেন বাংলাদেশের নাজমুল খান


najmul-khan

সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান শানমুগারত্মমের কাছ থেকে পদক নিচ্ছেন নাজমুল খান

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্য বিশেষ অবদান রাখার স্বীকৃতিতে নাজমুল খান রাষ্ট্রপতির কাছ থেকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। বাংলাদেশি এই তরুণ সিঙ্গাপুরে ‘টোয়েন্টিফোরএশিয়া’ নামে অলাভজনক উদ্যোগ চালিয়ে প্রবাসীদের দক্ষতা উন্নয়ন, চাকরির সুযোগ বৃদ্ধি এবং কমিউনিটির সঙ্গে সংযুক্তি নিশ্চিত করছেন।

২০ বছর আগে একজন প্রযুক্তিবিদ হিসেবে সিঙ্গাপুরে আসা নাজমুল শুরুতে স্থানীয় প্রতিষ্ঠান ‘সিটি-সি গ্লোবাল’-এ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে কাজ করতেন। কিন্তু তার অন্তরের লক্ষ্য ছিল প্রবাসী শ্রমিকদের সহায়তা করা। সেই লক্ষ্য থেকেই ২০১৮ সালে ‘টোয়েন্টিফোরএশিয়া’ চালু করেন।

উদ্যোগের মাধ্যমে প্রবাসী শ্রমিকরা বিনামূল্যে প্রশিক্ষণ নিচ্ছেন—মাইক্রোসফট অফিস, পাবলিক স্পিকিং, জীবনবৃত্তান্ত তৈরি। এখন পর্যন্ত প্রায় ৩,৮০০ জন শ্রমিক নতুন দক্ষতা অর্জন করেছেন। এছাড়া রক্তদান, আবর্জনা পরিষ্কারসহ কমিউনিটিকে সহায়তার নানা কার্যক্রম পরিচালিত হয়েছে।

নাজমুল বলেন, “পুরস্কারগুলো ব্যক্তিগত নয়। এগুলো আমার দলের, বাংলাদেশের। প্রতিটি প্রবাসীর হাসি, আত্মবিশ্বাস ও সাফল্য হলো দেশের পরিচয়।”

প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে দুইবারের মধ্যে দ্বিতীয়বার সম্মানিত হওয়া নাজমুল বিশ্বাস করেন, সামান্য সহযোগিতাই শ্রমিকদের মধ্যে নতুন হিরো জন্ম দিতে পারে।