ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শেখ মুহাম্মদ কামরুল (৩৭) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। দেশে পরিবারের সঙ্গে চার মাসের ছুটি কাটিয়ে মাত্র ছয় দিন আগে তিনি ওমানে ফিরে যান। তার অকাল মৃত্যুতে পরিবার ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
কামরুল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা। মাত্র ১২ বছর বয়সে তিনি জীবিকার সন্ধানে ওমানে যান এবং গত ২৫ বছর ধরে সেখানে নতুন সিলাল মার্কেটে ব্যবসা করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৫ অক্টোবর) সকালে তিনি বাসা থেকে মার্কেটে যাওয়ার পথে এক তানজানিয়ান চালকের প্রস্তাবে তার বাসে ওঠেন। নতুন সিলাল মার্কেটের গেটের সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মাটি কাটার গাড়ি (জেসিবি)-তে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং তানজানিয়ান চালক গুরুতর আহত হন। বর্তমানে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
কামরুলের সঙ্গে থাকা তার সহযাত্রীরা জানান, তারা মোট পাঁচজন গত কোরবানির ঈদের পর দেশে গিয়ে চার মাস অবস্থান শেষে গত শুক্রবার একসঙ্গে ওমানে ফিরে আসেন। দুর্ঘটনার পর কামরুলের মরদেহ রুস্তাক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে তারা বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছেন।
মৃত্যুকালে শেখ মুহাম্মদ কামরুল ৪ বছর বয়সী ও ৫ মাস বয়সী দুই পুত্রসন্তান রেখে গেছেন। তার বাবা আগেই মারা গেছেন। প্রবাসে দীর্ঘদিন পর দেশে ফিরে আবারও স্বপ্ন নিয়ে ওমানে গিয়েছিলেন তিনি। কিন্তু তার সেই স্বপ্ন অপূর্ণ রেখেই পরপারে পাড়ি জমালেন এই প্রবাসী ব্যবসায়ী।





























