শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ২০ অক্টোবর ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন
শেয়ার

সালমান শাহ হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ, মায়ের রিভিশন আবেদন মঞ্জুর


salman-shah

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের উজ্জ্বল নায়ক সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার (২০ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ আদালত তার মা নীলা চৌধুরীর দাখিল করা রিভিশন আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।

রায়ে আদালত জানান, সালমান শাহর মৃত্যুর ঘটনাটি নতুন করে তদন্ত করা হবে এবং মামলাটি হত্যা মামলা হিসেবেই চলবে। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতার নতুন দিক উন্মোচিত হলো।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। সে সময় ঘটনাটি আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও তার পরিবার শুরু থেকেই অভিযোগ করে আসছে—এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মৃত্যুর সময় তার শরীরে কালো দাগ, কক্ষে সিরিঞ্জ ও স্ত্রীর ব্যাগে ক্লোরোফরম পাওয়ার মতো অসঙ্গতি দেখা গেলেও তা যথাযথভাবে তদন্ত হয়নি বলে অভিযোগ পরিবারের।

প্রসঙ্গত, স্বল্প সময়ের ক্যারিয়ারে সালমান শাহ ঢাকাই সিনেমায় যে জনপ্রিয়তা অর্জন করেন, তা আজও অম্লান। টেলিভিশন নাটক ও বিজ্ঞাপন থেকে বড় পর্দায় পা রেখে তিনি হয়ে ওঠেন নব্বই দশকের রোমান্টিক নায়কদের প্রতীক। শাবনূরের সঙ্গে তার জুটি ছিল তুমুল জনপ্রিয়, তারা একসঙ্গে অভিনয় করেছেন ১৩টি চলচ্চিত্রে।

সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর এই আদালতের নির্দেশ তার ভক্ত ও পরিবারকে নতুন করে আশাবাদী করেছে সত্য উদ্ঘাটনের বিষয়ে।