শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ২৩ অক্টোবর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
শেয়ার

শেখ হাসিনা সেনাবাহিনীকে উসকে দেওয়ার চেষ্টা করেছেন: চিফ প্রসিকিউটর


Tajul

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গন্ডগোল সৃষ্টি ও সেনাবাহিনীকে উসকে দেওয়ার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষ পর্যায়ে তাজুল ইসলাম এ মন্তব্য করেন।

এই মামলায় অভিযুক্ত তিন আসামির মধ্যে প্রধান আসামি শেখ হাসিনার সহযোগী হিসেবে নাম রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের। মামুন নিজেই দোষ স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হয়েছেন।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “এখানে আসামিদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এত বড় অপরাধ করেছেন- দুনিয়া জানে, তিনি নিজেও জানেন- তবুও কোনো রকম অনুশোচনা দেখিনি। উল্টো যারা তাঁর বিরুদ্ধে মামলা করেছে, যাদের স্বাক্ষ্য দিচ্ছেন, তাদের হত্যা করার হুমকি দিচ্ছেন; তাদের বাড়িঘর ধ্বংস করে দেওয়ার কথা বলছেন; লাশগুলো বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার কস্মিন কথা বলেছেন।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করেছেন; সেনাবাহিনীকে প্ররোচিত করেছেন- তোমাদের অফিসারদের বিচার হয়, তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না- এ ধরনের উসকানি দিয়ে তিনি সিভিল ওয়ার (গৃহযুদ্ধ) ঘনীভূত করার চেষ্টা করেছেন। কিন্তু দেশের স্নায়ু-সম্পন্ন সেনাবাহিনী সেই ফাঁদে পা দেয়নি, জনগণও দেয়নি। যারা অপরাধীরূপে কার্য করেছে, তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং বিচার প্রক্রিয়া সুস্থভাবে চলমান রয়েছে।”

চিফ প্রসিকিউটর আরো অভিযোগ করেন, “নির্যাতন ও হত্যাযজ্ঞ- পুরো একটা প্রজন্মকে নাশ করার চেষ্টা, ৩৫ হাজার মানুষ আহত, অনেক অঙ্গহানি- এসবের পরও অভিযুক্তের মধ্যে কোনো অনুশোচনা না থাকা দায়সারা নয়। এখানে শিশু, নারী, শ্রমিক, ছাত্র- সব শ্রেণির মানুষ নিহত হয়েছে, তবু তাঁর বুকে কোনো কাঁপন নেই। এজন্য সর্বোচ্চ শাস্তি প্রযোজ্য।”