
বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুমসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনা হেফাজতে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৩ নভেম্বর এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এদিন সকালে তাদরকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়।
এর আগে গত বুধবার আদালতে হাজিরের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য পলাতকদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।



























