শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২ অক্টোবর ২০১৪, ৭:০২ পূর্বাহ্ন
শেয়ার

শীর্ষ তিন খেলোয়াড়কেই অযোগ্য ঘোষণা নিয়ে বিতর্ক


ডোপিং ও বিতর্কিত রায়ের পর এবার এশিয়ান গেমসে আরেক বিতর্ক। পুরুষদের ৮০০ মিটার দৌড়ের শীর্ষ তিন অ্যাথলিটকেই অযোগ্য ঘোষণা করেছেন কর্মকর্তারা। এ ঘটনা গতকাল ইনছনে তোলপাড় সৃষ্টি করে।

17th_asiadসৌদি আরবের আবদুলআজিজ, কাতারের মুসাব বালা ও বাহরাইনের আব্রাহাম রোটিচকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এশিয়াডের ওয়েবসাইটে বলা হয়েছে, অন্যকে বাধা দেয়ায় আবদুলআজিজ অযোগ্য এবং লেনের মধ্যে থাকার নিয়ম ভাঙায় অযোগ্য হয়েছেন বালা ও আব্রাহাম।

আবদুল আজিজকে অযোগ্য ঘোষণা করায় এ ইভেন্টে স্বর্ণ পান ইরাকের আদনান তায়েস আক্কার। রৌপ্য ও ব্রোঞ্জ পাবেন যথাক্রমে চীনের টেং হাইনিং ও কাতারের জামাল হারাইন।

মেয়েদের স্টিপলচেজে স্বর্ণজয়ী বাহরাইনের রাথ জেবেতের পদকও কেড়ে নেয়ার ঘোষণা আসে। তার অপরাধ, দৌড় শেষ করার মুহূর্তে তিনি মাঠের মধ্যে চলে গিয়েছিলেন। তবে পরে এই সিদ্ধান্ত পরিবর্তন করে তার স্বর্ণ বহাল রাখা হয়। কর্মকর্তাদের যুক্তি, পা পিছলে পড়ায় সে বাড়তি কোনো সুবিধা আদায় করে নেয়নি।

বিতর্কে ঘেরা ইনছনে মেয়েদের লাইটওয়েট (৫৭-৬০ কেজি) বক্সিংয়ে গতকাল ব্রোঞ্জ পদক গ্রহণে অস্বীকৃতি জানান ভারতের সারতি দেবী। পদক মঞ্চে তার গলায় পদক পরিয়ে দিতে চাইলে তিনি প্রত্যাখ্যান করেন। কর্মকর্তারা দুবার চেষ্টা করলেও তিনি পরেননি। পদক বিতরণ শেষে তিনি রৌপ্য বিজয়ী পার্ক জি-নার গলায় ব্রোঞ্জ পদকটিও পরিয়ে দেন। এ ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন দেবীর বিপক্ষে বিতর্কিতভাবে জয় পাওয়া পার্ক। পরে দেবী এএফপিকে বলেন, ‘আমি বলেছি, এটা তোমাদের জন্য এবং সব কোরিয়ানের জন্য। কারণ তোমরাই ব্রোঞ্জের দাবিদার। এটা খেলায় ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে এক প্রতিবাদ।’

ভারতের বক্সিং আইকন ম্যারি কম ফ্লাইওয়েট ইভেন্টে কাজাখস্তানের ঝাইনা শেকেরবেকোভাকে হারিয়ে স্বর্ণ জয় করেন। এশিয়াডে এটা তার প্রথম স্বর্ণ। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ডাবল জিতলেন কাতারের ফেমি ওগুন্দে। ১০০ মিটারে স্বর্ণ জয়ের পর গতকাল তিনি শ্রেষ্ঠত্ব দেখান ২০০ মিটারেও। সময় নিয়েছেন ২০.১৪ সেকেন্ড।