শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট আদালত ৩ নভেম্বর ২০২৫, ৩:৫৪ অপরাহ্ন
শেয়ার

নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে যুবদল নেতার মামলা


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী

বিএনপি ও দলটির নেতৃত্বকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি করেন নিউ মার্কেট থানা যুবদল নেতা কাজী মুকিতুজ্জামান।

মামলা গ্রহণ করে আদালত অভিযোগের তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) দিয়েছে।

অভিযোগে বলা হয়েছে, চলতি বছরের ৫ আগস্ট সরকার পতনের পর নাসিরুদ্দীন পাটওয়ারী ইচ্ছাকৃতভাবে বিএনপি ও দলটির শীর্ষ নেতৃত্বকে নিয়ে মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছেন। তিনি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এমন সব মন্তব্য করেন, যা বিএনপি এবং তাদের নেতাদের ভাবমূর্তি ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে বলে মামলায় দাবি করা হয়েছে।