
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থেকেও নির্বাচনে অংশগ্রহণ সম্ভব। সাংবিধানিকভাবে এতে কোনো বাধা নেই।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে দায়ের করা মামলার রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এর আগে গতকাল বুধবার মো. আসাদুজ্জামান বলেছিলেন, তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন। আজকের মন্তব্যের পর নির্বাচনের আগে তার পদত্যাগের বিষয়টি নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে।
অ্যাটর্নি জেনারেল তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহাল সংক্রান্ত রায় একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। জনগণই এই দেশের মালিক, আইনও তৈরি হবে তাদের ইচ্ছার প্রতিফলন হিসেবে। দেশ চলবে জনগণের মতেই।’
রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে অংশ নিয়ে মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় সমাজে গভীর ক্ষত সৃষ্টি করেছে। এর প্রভাবে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে, সামাজিক ভারসাম্য নষ্ট হয়েছে।’



























