শনিবার । ডিসেম্বর ৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ১৭ নভেম্বর ২০২৫, ৬:৩২ পূর্বাহ্ন
শেয়ার

হাসিনার মামলার রায়: আদালত বসবে সকাল ১১টায়


Sheikh Hasina

ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সোমবার শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রি অফিস গতকাল জানিয়েছে, সকাল ১১টায় এ রায় উপলক্ষে আদালত বসবে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের অনুরোধ জানিয়ে সেনা সদরে চিঠি পাঠিয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) রায়টি সরাসরি সম্প্রচার করবে বলে জানা গেছে।

গত বছরের চব্বিশের জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলা করা হয়। মামলার তিন আসামি হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনজনের বিরুদ্ধেই পাঁচটি করে অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে।

অপরদিকে, রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা আসামিদের সম্পূর্ণ নির্দোষ দাবি করে খালাসের আবেদন করেছেন। রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষ থেকেও খালাস চাওয়া হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করবেন।

রায়কে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট মহলগুলোর দৃষ্টি এখন সোমবারের ঐতিহাসিক ঘোষণার দিকে।