
ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের আশপাশসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে ট্রাইব্যুনালের সামনে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, মাজার গেট এলাকায় সেনাবাহিনী অবস্থান নিয়েছে। ট্রাইব্যুনালের ভেতর–বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। সেনা মোতায়েনের পাশাপাশি পুলিশের টহল, চেকপোস্ট এবং বিভিন্ন সংস্থার সমন্বিত নজরদারিও বাড়ানো হয়েছে।
চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের এ রায় সরাসরি দেখার সুযোগ পাবেন সকলেই। রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় রায় সম্প্রচার করার উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।
ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা বলছেন, ‘মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রায় শোনার অপেক্ষায় আছে গোটা জাতি।’
তাদের মতে, বিশ্বের অনেক দেশও এই রায়ের দিকে নজর রাখছে। তাই সরাসরি সম্প্রচার করা হবে। যেন বিচার ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকে।





























