রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ২০ নভেম্বর ২০২৫, ৯:১৪ পূর্বাহ্ন
শেয়ার

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের চূড়ান্ত রায় আজ


High Court

ফাইল ছবি

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের প্রশ্নে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) চূড়ান্ত রায় দেবে দেশের সর্বোচ্চ আদালত। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলসংক্রান্ত রায় পুনর্বিবেচনা করে এই ব্যবস্থাটি ফিরবে কি না—আজকের রায়েই নির্ধারিত হবে এর ভবিষ্যৎ।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ গত ১১ নভেম্বর শুনানি শেষ করে রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন। সে অনুযায়ী কার্যতালিকার ১ ও ২ নম্বর ক্রমিকে রাখা হয়েছে সংশ্লিষ্ট দুটি আপিল ও আবেদন।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্টদের প্রত্যাশা—চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই কার্যকর রেখে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের পথ খুলে দিতে পারে সর্বোচ্চ আদালতের রায়। রায়ে সে নির্দেশনা এলে পরবর্তী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হতে পারে।

২০১১ সালে বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ত্রয়োদশ সংশোধনীকে ‘অগণতান্ত্রিক’ এবং সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে বাতিল করেছিলেন। তবে মূল রায়ে উল্লেখ ছিল—প্রয়োজনে দশম ও একাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। পরে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে এই অংশ বাদ পড়ে, যা নিয়ে ওঠে রায় পরিবর্তনের অভিযোগ।

পূর্ণাঙ্গ রায়ের সেই অংশের ভিত্তিতেই পরবর্তী তিনটি জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয় এবং ক্ষমতায় থাকে আওয়ামী লীগ। আজকের রায়েই জানা যাবে—তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আবারও ফিরে আসছে কি না এবং আসলেও কোন প্রক্রিয়ায় কার্যকর হবে।